২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগের সাবেক এমপিসহ সাতজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলম (৬৯), তুরাগ থানা ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম বাবু (৪৯), বংশাল থানা ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. ওয়ারেজ সিকদার (৪৮), তুরাগ থানা যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলম (৪০), যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শহীদুল হক চৌধুরী রানা (৫৪), স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সম্প্রতি যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল সমন্বয়কারী জাহিদুল ইসলাম তুষার (৩০) এবং তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মো. রেজাউল করিম (৪৭)।

ডিবি সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ধানমন্ডি এলাকা থেকে মো. জাফর আলমকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি দল। একই দিন বিকাল সোয়া তিনটার দিকে ইংলিশ রোড এলাকা থেকে মো. শাহেদ আলম এবং বেলা পৌনে দুইটার দিকে বংশাল এলাকা থেকে মো. ওয়ারেজ সিকদারকে গ্রেফতার করা হয়।

এছাড়া, সকাল সাতটার দিকে গোপীবাগ এলাকা থেকে শহীদুল হক চৌধুরী রানাকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম। সন্ধ্যা ছয়টার দিকে কামারপাড়া এলাকা থেকে মো. সিরাজুল ইসলাম বাবুকে, রাত পৌনে ১২টার দিকে শনির আখড়া এলাকা থেকে জাহিদুল ইসলাম তুষারকে এবং রাত সাড়ে ১২টার দিকে উত্তরা পূর্ব থানার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে মো. রেজাউল করিমকে গ্রেফতার করা হয়।

ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় জড়িত ছিল। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জামিন পেলেন মডেল মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো তুরিন আফরোজসহ ছয়জনকে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদসহ ছয়জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার

ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক গণঅধিকার পরিষদের

মাহমুদুর রহমান নাঈম, ঢাকা প্রতিনিধি: সংস্কার কমিশনের সুপারিশগুলোর আলোকে জাতীয় ঐক্য গঠনের জন্য জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে গণঅধিকার পরিষদ। আজ সোমবার জাতীয় সংসদ

আইনজীবীদের সংগঠিত করতে এনসিপি আইনজীবী উইং গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সহায়তা প্রদান, আন্দোলন সংগঠনে ভূমিকা রাখা এবং ন্যায়ের পক্ষে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা আইনজীবীদের একটি প্ল্যাটফর্মে সংগঠিত করতে

Scroll to Top