জহিরুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমল তালুকদার (৪৫) কে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ । উপজেলার মধ্যনগর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় যাওয়ার পথে মাদ্রাসা মার্কেটের সামনে থেকে (২৭এপ্রিল) রোববার বিকেলে ৪ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় ।
মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ২৭ নভেম্বর মধ্যনগর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীর ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমল তালুকদার কে গ্রেপ্তার করা হয় ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সজীব রহমান বলেন বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমল তালুকদার কে রোববার বিকেলে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়েছে । সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে