২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

ভূজপুরে ভুতুড়ে বিদ্যুৎ বিল, দ্বিগুণ-তিনগুণ বিলের অভিযোগ

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় বিদ্যুৎ বিল নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত এসেছে। এতে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

এ নিয়ে ভূজপুর থানার বড় মাদরাসা জামিয়া ইসলামিয়া ভূজপুর-এর পরিচালক মাওলানা জুনাইদ বিন জালাল তার ফেসবুক পোস্টে লিখেছেন, “এই মাসের বিদ্যুৎ বিল বেশিরভাগ মানুষের গত মাসের বিল থেকে অনেক বেশি এসেছে। অফিসে যোগাযোগ করেও কোনো কাজ হচ্ছে না। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

এদিকে এই বিষয়ে দুবাই প্রবাসী ভূজপুরের বাসিন্দা মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী এবং শাহাদাত হোসেন মঞ্জু সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন। পাশাপাশি কালাবিপাড়ার জাসিম উদ্দিন, আব্দুল আজিজ, আব্দুল করিমসহ অনেকে একই অভিযোগ জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

এ ব্যাপারে দাঁতমারা পল্লী বিদ্যুৎ কেন্দ্র সাবজোনের ডিজিএম সাকিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন এ মাসে প্রায় সবখানে একটু বেশী আসছে, তবে কারো নিকট যদি দ্বিগুণ বা তার অধিক আসে তাহলে আমরা অফিস টাইমে রেটিং দেখে বিষয়টি সমাধান করবো।

ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন বলেন, “এরকম সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাদের জানাতে বলেছি।” তবে অভিযোগ জানানোর নম্বরে ফোন দিলে ফোন রিসিভ করা হয় না এবং একাধিকবার কল করলে নম্বর ব্লক করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসী জানায়, অন্যান্য মাসের মতো এবারেও লোডশেডিং ছিল। ৯৯ শতাংশ বাড়ির মোটর পানি ওঠেনি বা চালানো হয়নি। এরপরও অতিরিক্ত বিল আসার বিষয়টি রহস্যজনক। অনেকের অভিযোগ, রেটিং চেক না করে অনুমানভিত্তিক (আনতাজে) বিল করার কারণেই এমন ঘটনা ঘটেছে।

এ নিয়ে দ্রুত তদন্ত ও সমস্যার সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন ভূজপুরের ভুক্তভোগীরা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

২৮ বছর পর আদালতের রায়ে উচ্ছেদ অভিযানে জায়গা দখলমুক্ত

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি: আদালতের রায়ে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের ওয়ারিশের ১ একর ৭৪ শতক জমি উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে।

আমতলীতে ধারের টাকা না পেয়ে আত্মহত্যার হুমকি, টাকার দাবীতে বাড়ীতে অনশণ

মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধি : ধারের টাকা না দিলে আত্মহত্যার হুমকি দিয়েছেন চম্পা বেগম নামের এক নারী। একই সঙ্গে তিনি পাওনাদার মিরাজ হাওলাদারের বাড়ীতে

ডিমলায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে গলা চেপে শ্বাস রোধে এক বৃদ্ধেকে হত্যা

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ ডিমলায় নলকুপের পানি ক্ষেতে নিষ্কাশনের ড্রেন নির্মাণে বাধা দেয়ায় মহিউদ্দিন (৭৫) নামে বৃদ্ধের গলা চিপে ধরলে শ্বাস রুদ্ধ হয়ে ঘটনাস্থলে

মোহনগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি: “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে

Scroll to Top