আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় বিদ্যুৎ বিল নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত এসেছে। এতে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।
এ নিয়ে ভূজপুর থানার বড় মাদরাসা জামিয়া ইসলামিয়া ভূজপুর-এর পরিচালক মাওলানা জুনাইদ বিন জালাল তার ফেসবুক পোস্টে লিখেছেন, “এই মাসের বিদ্যুৎ বিল বেশিরভাগ মানুষের গত মাসের বিল থেকে অনেক বেশি এসেছে। অফিসে যোগাযোগ করেও কোনো কাজ হচ্ছে না। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
এদিকে এই বিষয়ে দুবাই প্রবাসী ভূজপুরের বাসিন্দা মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী এবং শাহাদাত হোসেন মঞ্জু সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন। পাশাপাশি কালাবিপাড়ার জাসিম উদ্দিন, আব্দুল আজিজ, আব্দুল করিমসহ অনেকে একই অভিযোগ জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
এ ব্যাপারে দাঁতমারা পল্লী বিদ্যুৎ কেন্দ্র সাবজোনের ডিজিএম সাকিলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন এ মাসে প্রায় সবখানে একটু বেশী আসছে, তবে কারো নিকট যদি দ্বিগুণ বা তার অধিক আসে তাহলে আমরা অফিস টাইমে রেটিং দেখে বিষয়টি সমাধান করবো।
ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন বলেন, “এরকম সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাদের জানাতে বলেছি।” তবে অভিযোগ জানানোর নম্বরে ফোন দিলে ফোন রিসিভ করা হয় না এবং একাধিকবার কল করলে নম্বর ব্লক করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসী জানায়, অন্যান্য মাসের মতো এবারেও লোডশেডিং ছিল। ৯৯ শতাংশ বাড়ির মোটর পানি ওঠেনি বা চালানো হয়নি। এরপরও অতিরিক্ত বিল আসার বিষয়টি রহস্যজনক। অনেকের অভিযোগ, রেটিং চেক না করে অনুমানভিত্তিক (আনতাজে) বিল করার কারণেই এমন ঘটনা ঘটেছে।
এ নিয়ে দ্রুত তদন্ত ও সমস্যার সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন ভূজপুরের ভুক্তভোগীরা।