২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

বেরোবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. জাহিদ হোসেন

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন।

রোববার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ড. মো. জাহিদ হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব প্রদান করা হলো। আদেশটি ২৭ এপ্রিল ২০২৫ তারিখ থেকে কার্যকর হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে। অধ্যাপক ড. জাহিদ হোসেন ইতোমধ্যেই দায়িত্ব গ্রহণ করেছেন।

উল্লেখ্য, এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার বিরুদ্ধে রেজাল্ট টেম্পারিং ও যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন। বর্তমানে তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

উত্তর চট্টগ্রামের লাখো মানুষের স্বপ্ন, হাটহাজারীতে চায়না-বাংলাদেশ হাসপাতালের দাবী

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি উত্তর চট্টগ্রাম ও দুই পার্বত্য জেলার স্বাস্থ্যসেবায় যুগান্তকারী ভূমিকা রাখতে যাচ্ছে হাটহাজারীতে প্রস্তাবিত ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’। পাঁচ শতাধিক শয্যার এ

আশরাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় যুবরাজের একক সাফল্য

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধি: আশরাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ২০২৪ সালের বৃত্তি পরীক্ষায় ঝিকরগাছা উপজেলার এমএল স্কুলের শিক্ষার্থী যুবরাজ এককভাবে বৃত্তি অর্জন করেছে। বিদ্যালয় থেকে

খোকসায় বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম ছরোয়ার বুদো’র জানাজা ও দাফন সম্পন্ন শোকাহত সমগ্র এলাকা

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার সমশপুর গ্রামে গভীর শোকের ছায়া। আজ ২৭ এপ্রিল ২০২৫, বিকাল ৪ টায় (রবিবার) ইন্তেকাল করেছেন এলাকার

ভাঙ্গুড়ায় গণমাধ্যম কর্মীকে প্রণ নাশের হুমকি থানায় সাধারণ ডায়েরি

খালিদ হোসেন হৃদয়, পাবনা প্রতিনিধিঃ বিএনপি নেতা পরিচয়ে দৈনিক আজকের ইতিহাস ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার সাংবাদিক সুজন আহমেদকে হুমকির অভিযোগ

Scroll to Top