নিজস্ব প্রতিবেদক:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ–২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে স্বৈরাচারী শাসনের সময় পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করার নানা চেষ্টা হয়েছে। অবৈধ ও অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের মুখে পড়ে। এতে অনেক সৎ পুলিশ সদস্যকেও চরম মূল্য দিতে হয়েছে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইনসে বাঙালি পুলিশ সদস্যরাই প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বাংলাদেশের পুলিশ ইতিহাসে এটি এক গৌরবময় অধ্যায়। এসময় তিনি শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
প্রধান উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল ভঙ্গুর। পুলিশ ও জনগণের মধ্যে দুর্বল সম্পর্ক তৈরি হয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। সড়ক ও মহাসড়কে বিশৃঙ্খলা কমানো, বিশেষ অভিযান পরিচালনা, জনগণের সঙ্গে পুলিশের আন্তঃযোগাযোগ জোরদার, এবং পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে নানা প্রণোদনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের মানুষ যুগ যুগ ধরে যে ন্যায়বিচার, মর্যাদা ও বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেই লক্ষ্যে কাজ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, পুলিশের কঠোর পরিশ্রমের ফলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা, বিশ্ব ইজতেমা, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের মতো বড় বড় উৎসব অনুষ্ঠিত হয়েছে। যেকোনো অপরাধের ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা শেষে বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।