২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করায় বাংলাদেশ ব্যাংকের সুনামহানি হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

তথ্য-উপাত্তের প্রবাহ নিয়ন্ত্রণের ফলে বাংলাদেশ ব্যাংকের সুনামহানি হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার (৭ মে) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে প্রয়াত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন স্মরণ ও ‘ব্যাষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার উপায়’ শীর্ষক আলোচনা সভায় এ আশঙ্কার কথা জানান তিনি।

এ অর্থনীতিবিদের আশঙ্কা, আমদানি তথ্য নিয়ন্ত্রণ করা হলেও, এ তথ্য ব্যবসায়ী গোষ্ঠী পেলে বাজারে সিন্ডিকেট হওয়ার সুযোগ আছে।

এ অর্থনীতিবিদ বলছেন, আমাদের কারিগরি সক্ষমতা থাকায় এখন ইউটিউবকে ও ধীর করে দেওয়া যায়। এভাবে এই প্ল্যাটফর্মটিকে নিয়ন্ত্রণ করা যায়। একই ভাবে তথ্য-উপাত্তের সঞ্চালনকেও ধীর করে দেওয়া যেতে পারে। যা দুই মাস আগে পাওয়ার কথা তা আমি এক বছর পর আপনার হাতে দেবো। তাহলে সমসাময়িক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার সুযোগ হবে না।

আমদানির তথ্য শুধু ব্যবসায়ীরা পেলে তাতে সিন্ডিকেট হওয়ার আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, যদি এমন হয় আমদানির তথ্য পণ্য অনুযায়ী আপনি পাচ্ছেন না। আর এটি গুটিকয়েক ব্যবসায়ী গোষ্ঠী যারা আমদানি করছেন তারা যদি পায়, সিন্ডিকেট কাকে বলে বুঝেছেন। আপনি তথ্য-উপাত্তকে নিয়ন্ত্রণ করছেন জনমানুষের কাছে। বাজারে যেতে দিচ্ছেন না। কিন্তু আমদানিকারক সেই তথ্য পেয়ে যাওয়া মানে বাজারে তার সুবিধা বেড়ে গেলো।

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, নিয়ন্ত্রণ ও নজরদারির মাধ্যমে একধরনের বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে বলেও মনে করেন দেবপ্রিয়। এ প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে একধরনের বার্তা দেওয়া হচ্ছে। তা হলো ওই তথ্য-উপাত্ত এমন তা যদি জনসম্মুখে প্রকাশ পায়, তাহলে বড় ধরনের নাশকতা হবে। সেই নাশকতাকারীরা হলো অর্থনীতি সাংবাদিকেরা।

কেন্দ্রীয় ব্যাংক একসময় তথ্য-উপাত্তের জগতে শক্তিশালী স্তম্ভ ছিল জানিয়ে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানের চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য-উপাত্ত তাৎক্ষণিক ও সমসাময়িক ছিল, বিশ্বাসযোগ্যতা ছিল। ইপিবি, অর্থ মন্ত্রণালয় ইত্যাদির তথ্যের চেয়েও অনেক বেশি নির্ভরশীল ছিল কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে। বিবিএসের তথ্য আসার আগে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যের ভিত্তিতে আমরা অনেক অনুমান ও প্রাক্কলন তৈরি করেছি।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নিজেকে সংযত ও নিয়ন্ত্রণের মধ্যে নেওয়ায় বাংলাদেশ ব্যাংকের সুনামহানি হয়েছে। আমি জানিনা এ নিয়ন্ত্রণ ব্যাংকের বোর্ড করেছে কি না, নাকি উনারা নির্দেশিত হয়েছেন আরও উচ্চ পর্যায় থেকে। কিন্তু এটার ফলে বাংলাদেশ ব্যাংকের সুনাম যেটা ছিল তার হানি ঘটবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আকুর ১৫০ কোটি ডলার দায় পরিশোধের পর রিজার্ভ নামল ১৮ বিলিয়ন ডলারে

গত বৃহস্পতিবার সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) মাধ্যমে আমদানির দায় পরিশোধ করার পর গত সোমবার দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ

ডিজেল-কেরোসিনের দাম আবার ও কমলো

ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৫০ পয়সা কমিয়েছে সরকার। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি তেলের দাম সমন্বয়

শেখ হাসিনার সহযোগীরা ব্যাংক খাত থেকে ২ লাখ কোটি টাকা সরিয়েছেন!

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ ধনকুবের ও ব্যবসায়ীরা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহায়তায় ব্যাংক খাত

গভর্নর বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিলেন

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে এবং স্থিতিশীল হচ্ছে। রোববার (২০ অক্টোবর) এক সাক্ষাৎকারে গভর্নর আরও

Scroll to Top