২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দৈনিক আমার বাংলাদেশ এর সম্পাদক এবং তার পরিবারের উপর বর্বোরোচিত সন্ত্রাসী হামলা, নারী ও শিশু গুরুতর আহত

গত ১৩ মে, ২০২৪ রোজ সোমবার রাত আনুমানিক ৯ ঘটিকায় গাজীপুর মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, সারিয়া আইটির সিইও, বিশিষ্ট তথ্য প্রযুক্তিবীদ জনাব হাসান মাহমুদ সুমন এবং তার পরিবারের উপর বর্বোরোচিত সন্ত্রাসী হামলা করেছে একদল সন্ত্রাসী। এতে তিনিসহ সাথে থাকা তার স্ত্রী, কন্যারা ও ব্যক্তিগত গাড়ীর ড্রাইভার গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে কালীগন্জ থানাধীন বাঙ্গালগাও এলাকায়। তিনি ও তার পরিবার চরসিন্দুর ব্রিজ থেকে ব্যক্তিগত গাড়ী নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে গাড়ীটি বাঙ্গালগাও এলাকায় পৌঁছে বিরতি নিচ্ছিল। এসময় আগে থেকে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী একটি সিএনজি অটোরিকশা (গাজীপুর থ ১১-৬৫৩১) করে ড্রাইভার মো: কাশেমের নের্তৃত্বে প্রথমে পরিকল্পনা মাফিক দাঁড়িয়ে থাকা ব্যক্তিগত গাড়ীর সাথে সংঘর্ষ ঘটান। এরপর সম্পাদক ও তার পরিবারের সদস্যারা গাড়ী থেকে নেমে এলে সন্ত্রাসীগন তাদের উপর অর্তকিত হামলা এবং গাড়ী ভাংচুর করে। এতে সম্পাদক জনাব হাসান মাহমুদ সুমন কে বাঁচাতে গেলে তার ব্যক্তিগত গাড়ীর ড্রাইভার কে ব্যপক মারধর করা হয়। গাড়ীতে থাকা স্ত্রী এবং কন্যাদের ব্যপক মারধরের পাশাপাশি লাঞ্চিত করা হয়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর এলাকাবাসী আহত সম্পাদক এবং তার পরিবারের সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে – সিএনজি টি আটক করে কালীগন্জ থানায় সোর্পদ করেন।

উক্ত ঘটনায় আমার বাংলাদেশ পত্রিকার সম্পাদক সুস্থ হয়ে নিজে বাদী হয়ে এই ব্যাপারে কালীগঞ্জে থানায় ১৪ তারিখ একটি মামলা দায়ের করেছেন। মামলাটি কালীগন্জ থানার ওসি জনাব মাহতাব উদ্দিনের তত্ত্বাবধানে উক্ত থানার এসআই জনাব মো: কামাল তদন্ত করছেন।

এখানে উল্লেখ্য যে সকল আসামীগন বর্তমানে পলাতক আছেন।

আবুল হাসনাত – গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক আমার বাংলাদেশ

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নাসির উদ্দীনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন

অন্তবর্তী সরকার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে । বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য

রামপুরায় সেনাবাহিনী দেখে রাস্তা থেকে পালিয়ে গেল রিকশাচালকরা

সেনাবাহিনীর সদস্যরা রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা ব্যাটারিচালিত রিকশাচালকদের সরিয়ে দিয়েছেন । ফলে রামপুরা-মালিবাগ ও রামপুরা-বাড্ডা সড়কের দুই পাশ দিয়েই যানচলাচল শুরু হয়েছে।

দীর্ঘ ১২ বছর পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ ১২ বছর পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন। শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শিখা অনির্বাণে শ্রদ্ধা

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন । বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবসটি

Scroll to Top