গত ১৩ মে, ২০২৪ রোজ সোমবার রাত আনুমানিক ৯ ঘটিকায় গাজীপুর মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক আমার বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, সারিয়া আইটির সিইও, বিশিষ্ট তথ্য প্রযুক্তিবীদ জনাব হাসান মাহমুদ সুমন এবং তার পরিবারের উপর বর্বোরোচিত সন্ত্রাসী হামলা করেছে একদল সন্ত্রাসী। এতে তিনিসহ সাথে থাকা তার স্ত্রী, কন্যারা ও ব্যক্তিগত গাড়ীর ড্রাইভার গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে কালীগন্জ থানাধীন বাঙ্গালগাও এলাকায়। তিনি ও তার পরিবার চরসিন্দুর ব্রিজ থেকে ব্যক্তিগত গাড়ী নিয়ে ফিরছিলেন। পথিমধ্যে গাড়ীটি বাঙ্গালগাও এলাকায় পৌঁছে বিরতি নিচ্ছিল। এসময় আগে থেকে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী একটি সিএনজি অটোরিকশা (গাজীপুর থ ১১-৬৫৩১) করে ড্রাইভার মো: কাশেমের নের্তৃত্বে প্রথমে পরিকল্পনা মাফিক দাঁড়িয়ে থাকা ব্যক্তিগত গাড়ীর সাথে সংঘর্ষ ঘটান। এরপর সম্পাদক ও তার পরিবারের সদস্যারা গাড়ী থেকে নেমে এলে সন্ত্রাসীগন তাদের উপর অর্তকিত হামলা এবং গাড়ী ভাংচুর করে। এতে সম্পাদক জনাব হাসান মাহমুদ সুমন কে বাঁচাতে গেলে তার ব্যক্তিগত গাড়ীর ড্রাইভার কে ব্যপক মারধর করা হয়। গাড়ীতে থাকা স্ত্রী এবং কন্যাদের ব্যপক মারধরের পাশাপাশি লাঞ্চিত করা হয়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর এলাকাবাসী আহত সম্পাদক এবং তার পরিবারের সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে – সিএনজি টি আটক করে কালীগন্জ থানায় সোর্পদ করেন।
উক্ত ঘটনায় আমার বাংলাদেশ পত্রিকার সম্পাদক সুস্থ হয়ে নিজে বাদী হয়ে এই ব্যাপারে কালীগঞ্জে থানায় ১৪ তারিখ একটি মামলা দায়ের করেছেন। মামলাটি কালীগন্জ থানার ওসি জনাব মাহতাব উদ্দিনের তত্ত্বাবধানে উক্ত থানার এসআই জনাব মো: কামাল তদন্ত করছেন।
এখানে উল্লেখ্য যে সকল আসামীগন বর্তমানে পলাতক আছেন।
আবুল হাসনাত – গাজীপুর জেলা প্রতিনিধি, দৈনিক আমার বাংলাদেশ