২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধের নির্দেশ আইসিজের

আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) গাজার রাফাতে ইসরায়েলকে অবিলম্বে অভিযানসহ অন্যান্য পদক্ষেপ বন্ধের নির্দেশ দিয়েছে। আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের জনগণের জন্য প্রত্যক্ষ ঝুঁকি উল্লেখ করে আইসিজে আজ এই নির্দেশ দিয়েছে। এছাড়া মানবিক সহায়তার প্রবেশের জন্য মিশরের সঙ্গে রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দিতে বলেছে এই আদালত। পাশাপাশি তদন্তকারী এবং ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের জন্য গাজায় প্রবেশাধিকার ইসরায়েল যেন নিশ্চিত করে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।

ফিলিস্তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গাজায় এবং বিশেষ করে রাফায় ইসরায়েলের অভিযান বন্ধে আইসিজে’র কাছে জরুরি ব্যবস্থা চেয়ে গত সপ্তাহে আবেদন করে দক্ষিণ আফ্রিকা। এছাড়া এর আগে দেশটি আন্তর্জাতিক এই আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছিল।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৩৫ হাজার ৮০০ জন। সেইসঙ্গে আহতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় এক হাজার ১৩৯ জন।

কাতারভিত্তিক সংবাদ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দুই সপ্তাহের লড়াইয়ে নয় লাখের বেশি ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছে। তারা এখন পানি, খাবার, ওষুধ এবং আশ্রয়ের অভাবে দিন কাটাচ্ছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ সরকার পতনের আগেও ৬০ হাজার কোটি টাকা ছাপে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পতনের আগেও পাচারের জন্য ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছে শেখ হাসিনা সরকার। এস আলমকে টাকা পাচারের সুযোগ করে

লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল

ইসরাইলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তামন্ত্রী কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন গিভি এ নির্দেশ দেন। খবর টাইমস অব ইসরাইলের। এক্সে

বিদেশি কূটনীতিকদের আজ ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ঢাকায় বিভিন্ন দেশের মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন । পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে আজ (২ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রীয়

দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না, আমাদের দায়িত্ব দেন: জামায়াত আমির

বরিশাল নগরীর কেন্দ্রীয় বাসটার্মিনালে অনুষ্ঠিত পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন,

Scroll to Top