৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মোদী নীতিশ-নাইডুর কাছ থেকে লিখিত সমর্থন পেলেন, শপথ নিবেন শনিবার

বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ভারতে নতুন সরকার গঠন করতে চলেছে । আগামী শনিবার টানা তৃতীয় মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। বুধবার (৫ জুন) সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে, নির্বাচনের ফলাফল পর্যালোচনার জন্য বুধবার বিকেলে নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে বৈঠকে বসেন এনডিএ নেতারা। বৈঠকে সর্বসম্মতিক্রমে জোটের প্রধান নির্বাচিত হন মোদী।

পরে বিজেপিসহ জোটের শরিক দলগুলোর একটি প্রতিনিধি দল সরকার গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যায়।

সেই প্রতিনিধি দলে ছিলেন আলোচিত দুই নেতা তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু এবং জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) নীতিশ কুমার। দল দুটি এবার ২৮টি আসনে জিতেছে, যা জোট সরকার গঠনের জন্য বিজেপির কাছে আবশ্যক হয়ে দাঁড়িয়েছে।

অন্ধ্র প্রদেশে নাইডুর টিডিপি জিতেছে ১৬টি আসনে এবং বিহারে নীতিশ কুমারের জেডিইউ জয় পেয়েছে ১২টি আসনে।

এবারের নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় (২৪০ আসন) সরকার গঠনের জন্য প্রথমবারের মতো শরিকদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন মোদী।

এর মধ্যেই গুঞ্জন শুরু হয়, নীতিশ ও নাইডুর সঙ্গে যোগাযোগ করতে পারে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া। এবার সর্বমোট ২৩২টি আসনে জয় পাওয়ায় তারাও সরকার গঠনের সুযোগ খুঁজছিল।

কিন্তু এ বিষয়ে আর ঝুঁকি নেননি নরেন্দ্র মোদী। বুধবার নিজের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু উভয়ের কাছ থেকেই লিখিত সমর্থন পেয়েছেন তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন । সোমবার (২ ডিসেম্বর)

ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ ক্রীড়া উপদেষ্টার

যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পরামর্শ দিয়েছেন – ভারতের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশটিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত মৃত্যু ৫০০ ছুঁইছুঁই

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হওয়ায় এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৭ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, পতাকায় আগুন

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ ডিসেম্বর) বিশ্ব হিন্দু পরিষদসহ ভারতের বিভিন্ন ডানপন্থি সংগঠনের শতাধিক সদস্য এই হামলা চালায়। এসময়

Scroll to Top