ফিলিস্তিন-ইসরাঈল সংঘাতে এখন পর্যন্ত ৬ শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সর্বশেষ ৩৯ বছর বয়সী এক সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে অ্যালন ব্রিগেডের ব্যাটালিয়ন ৫০৩০ এর একজন স্টাফ সার্জেন্ট নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সেনা সদস্য ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হারফেইশ শহরে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত হয়েছেন। হারফেইশ শহরটি লেবাননের সীমান্তের কাছে অবস্থিত। হামলায় আরও এক সেনা আহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত তাদের ৬৪৫ জন সেনা সদস্য নিহত হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।