নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ জুন) ওয়েস্ট ইন্ডিজের আর্নোস ভ্যালে গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর টস অনুষ্ঠিত হয়। খেলা শুরু হবে ৮.৪৫ মিনিটে। জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুর করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র ৪ রানে হারে টাইগাররা। তাই সুপার এইটে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।
জয় পেলে সহজ হবে সুপার এইটে খেলার সমীকরণ। আর হারলেই বেশ কঠিন সমীকরণ অপেক্ষা করবে বাংলাদেশের জন্য। তাই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮৯ রান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।