২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যেভাবে এনভিডিয়া বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি হলো

অ্যাপল কিংবা মাইক্রোসফটের তুলনায় এনভিডিয়া কিছুটা কম পরিচিত কোম্পানি। কম্পিউটার, গেমিং, গ্রাফিকস কার্ড নিয়ে যাদের মোটামুটি জানাশোনা আছে, তাদের কাছেই এনভিডিয়ার নাম বেশি পরিচিত।

কিন্তু আগামী দিনগুলোতে এই পরিস্থিতি হয়তো দ্রুত বদলাবে। অ্যাপল-মাইক্রোসফটের মতো এনভিডিয়ার নামও ছড়িয়ে পড়বে মুখে মুখে। এরই মধ্যে তার লক্ষণও দেখা যাচ্ছে স্পষ্ট। অ্যাপল-মাইক্রোসফটকে পেছনে ফেলে গত মঙ্গলবার (১৮ জুন) বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় শীষে উঠে এসেছে এনভিডিয়া।

কীভাবে শীর্ষে উঠলো এনভিডিয়া

এ বছর যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি সূচকে সবচেয়ে ভালো পারফর্ম করা কোম্পানিগুলোর মধ্যে একটি এনভিডিয়া।

পাঁচ বছর আগেও ক্যালিফোর্নিয়া-ভিত্তিক কোম্পানিটির শেয়ারের দর ছিল মাত্র ৩ দশমিক ৭৯ মার্কিন ডলার। সেটি ক্রমাগত বেড়ে এখন ১৩৬ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ, গত পাঁচ বছরে এনভিডিয়ার শেয়ারের দর বেড়েছে প্রায় ৩ হাজার ৫০০ শতাংশ।

এর মধ্যে বিগত ১২ মাসে কোম্পানিটি শেয়ারবাজারে ২০৯ শতাংশ উত্থান দেখেছে, আর গত ছয় মাসের হিসাবে এর পরিমাণ ১৮১ শতাংশ। সেই তুলনায় এ বছর মাইক্রোসফট এবং অ্যাপলের শেয়ারের দর বেড়েছে যথাক্রমে ২০ দশমিক ৩ এবং ১৫ দশমিক ৪ শতাংশ।

চলতি মাসের শুরুর দিকেই বাজারমূল্যে অ্যাপলকে ছাড়িয়ে গিয়েছিল এনভিডিয়া। গত মঙ্গলবার এর শেয়ারের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৩৬ ডলারে পৌঁছায়। এর ফলে টেক জায়ান্ট মাইক্রোসফটের চেয়েও দামি কোম্পানি হয়ে ওঠে তারা।

বর্তমানে এনভিডিয়ার বাজারমূল্য ৩ লাখ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার, যা চলতি বছরের শুরুর দিকে থাকা দামের তুলনায় প্রায় দ্বিগুণ। তাদের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের বর্তমান বাজারমূল্য ৩ লাখ ৩২ হাজার কোটি ডলার এবং অ্যাপলের বাজারমূল্য ৩ লাখ ২৯ হাজার কোটি ডলার।

এনভিডিয়ার পরিচয়

১৯৯৩ সালে কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন তাইওয়ানে জন্ম নেওয়া প্রযুক্তিবিদ জেনসেন হুয়াং। পরবর্তীতে ভারী গ্রাফিক্স-নির্ভর ভিডিও গেমগুলোতে ব্যবহৃত চিপ তৈরির জন্য পরিচিত হয়ে ওঠে এনভিডিয়া।

 

শীর্ষধনীদের কাতারে হুয়াং

এনভিডিয়ার উত্থানের পাশাপাশি হু হু করে সম্পদ বেড়েছে এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়েরও।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসাবে, এ বছরের শুরু থেকে এনভিডিয়া প্রধানের সম্পদ বেড়েছে প্রায় ৭ হাজার ৫০০ কোটি ডলার। বর্তমানে ১১ হাজার ৯০০ কোটি ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তিনি রয়েছেন ১২তম স্থানে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ওপেনএআই বিনিয়োগে করছে না অ্যাপল!

ওপেনএআই সংস্থায় বিনিয়োগের আলোচনা থেকে হুট করেই পিছিয়ে যাওয়ার কথা ভাবছে অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে প্রকাশ, চ্যাটজিটিপি উন্মোচনের পর থেকেই ওপেনএআই নিয়ে প্রযুক্তি উদ্ভাবকরা

স্বজনপ্রীতির কারণে হাইটেক পার্ককে ব্যর্থ খাতে পরিণত করা হয়েছে: শীষ হায়দার চৌধুরী

বিগত সরকারের আমলে স্বজনপ্রীতির কারণে হাইটেক পার্ককে ব্যর্থ খাতে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। রাজধানীর

ফেসবুকে BMW ট্যাগ কেন ভাইরাল

সম্প্রতি ফেসবুক ফিড স্ক্রল করার সময় ‘Ten unknown facts about #BMW’ শিরোনামের পোস্ট অনেকেরই চোখে পড়ার কথা। এই পোস্টগুলোতে আচমকা ফিড ভরে গেছে। বিএমডব্লিউর সঙ্গে

আনলিমিটেড ডাটার মেয়াদ সহ টেলিটকে জেন-জি প্যাকেজ চালু

টেলিটক ছাত্র-জনতার অভ্যুত্থানে আলোচিত শব্দ ‘জেনারেশন জেড’ বা জেন-জিকে অনুসরণ করে তরুণদের জন্য নিয়ে এলো ‘জেন-জি’ প্যাকেজ। সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে মঙ্গলবার (২৪

Scroll to Top