২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ‘লজ্জার রেকর্ড’ গড়লেন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস লজ্জার রেকর্ড গড়লেন। দুই বছর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন, অথচ তিনি হারলেন সাধারণ নির্বাচনের ভোটে। আজ শুক্রবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লিজ ছয় সপ্তাহের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের অক্টোবরে  সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে তার প্রশাসন ও কনজারভেটিভ পার্টির মধ্যে নজিরবিহীন তোলপাড়ের মধ্যে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

ব্রিটেনের সাবেক এই প্রধানমন্ত্রী পেয়েছেন ১১ হাজার ২১৭ ভোট, অন্যদিকে লেবার পার্টির প্রার্থী টেরি জার্মি পান ১১ হাজার ৮৪৭ ভোট। তিনি ৬৩০ ভোটে হেরেছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পরাজয়ের পর কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। তার সহকর্মীদের সঙ্গে তিনি মঞ্চ থেকে বেরিয়ে যান।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আবার উত্তপ্ত ভারতের মণিপুর

ভারতের মণিপুর রাজ্যে সেনাবাহিনীর একজন ঠিকাদারকে ২৪ ঘণ্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মণিপুরের পশ্চিম ইম্ফল জেলায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কারণ,

পিটিআই ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ থেকে পিছু হটেছে

তেহরিক-ই-ইনসাফ ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল । এ জন্য তারা দেশের বিভিন্ন স্থান থেকে গত ২৪ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে

হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি ঘোষণা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। ইসরাইলের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ

দেখামাত্র গুলির নির্দেশ – বিক্ষোভে উত্তাল পাকিস্তান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে আঘাত হানার ঘটনায় চার রেঞ্জার্স ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন

Scroll to Top