জামালপুরের সরিষাবাড়ীতে এক গৃহবধূ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিনদিন ধরে অনশন করছেন। এ ঘটনার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন প্রেমিক মহসিনসহ পরিবারের লোকজন। প্রেমিক মহসিন ওই এলাকার মৃত রোকনুজ্জামান খোকার ছেলে।
বুধবার (৩ জুলাই) বিকেল থেকে ওই বাড়িতে অবস্থান করছেন গৃহবধূ।
ভুক্তভোগী গৃহবধূ জানান, মহসিনের সঙ্গে তার এক বছরের পরকীয়া সম্পর্ক। তার বিয়ে হয়েছে জেনেও বিয়ের পর থেকেই মোহসিন প্রতিনিয়ত তাকে ফোন দিয়ে প্রলোভন দেখাতেন। পরে তার আশ্বাসে বিয়ের ১৭ দিন পর শ্বশুরবাড়ি থেকে মহসিনের সঙ্গে পালিয়ে আসেন। এরপর থেকে উপজেলার ফয়েজের মোড় এলাকায় তার বন্ধু রবিনের মাধ্যমে একটি বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নেন। দুই মাস তারা সেখানে থাকেন। এসময় মহসিনকে বারবার বিয়ের কথা বললেও তিনি বিয়ে করেননি। বিয়ের কথা বললে সে বিভিন্ন টালবাহানা করে পাশ কাটিয়ে যায়।
গৃহবধূ আরও বলেন, ‘মহসিন তার প্রয়োজন মিটিয়ে আমাকে একা ফেলে রেখে পালিয়েছে। তাই বাধ্য হয়ে অনশন করছি। মহসিন আমাকে বিয়ে না করলে, আমি আত্মহত্যা করবো।’
এ ঘটনায় মহসিনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। মহসিনের প্রতিবেশীরা জানান, এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছিলেন মহসিন। পরে দীর্ঘদিন বাড়ি থেকে পালিয়ে ছিলেন। এরপর মেয়েটির বিয়ে হয়ে গেলে বাড়িতে আসেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।