ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর হামলা চালিয়েছে। দেশটির আইতা আল-শাব, রাব এল-থালাথিন, আল আদ্দাউসিয়ে এবং খিয়ামেও হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।
তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। অন্যদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ কেন্দ্র, রকেট লঞ্চার বহনকারী ট্রাক এবং তাদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর ড্রোন হামলায় এক সেনা আহত হয়েছে- এমন খবর প্রকাশের পরেই লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের নতুন এ হামলার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়লো।
গাজায় হামলার শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর হামলা শুরু করে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে, গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের ওপর তারা হামলা চালিয়ে যাবে। এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
সম্প্রতি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, দুপক্ষের মধ্যে যেকোনো সময় পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।