শনিবার (২৭ জুলাই) ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৯ জন। এই হামলার জন্য ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে। সেইসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি বার্তা দেন, এই হামলার চড়া মূল্য দিতে হবে হিজবুল্লাহকে।
রোববার (২৮ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে যে তারা লেবাননে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
শনিবারের হামলা নিয়ে (আইডিএফ) বলেছে, লেবাননের শক্তিশালী সন্ত্রাসী হিজবুল্লাহ গোষ্ঠীর ছোড়া একটি রকেট গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় ফুটবল মাঠে আঘাত হানে। তবে এই হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ।
রোববার ভোরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা লেবাননের ভেতরে হিজবুল্লাহর সাতটি স্থাপনায় হামলা চালিয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সেইসম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।