২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাবেক ছাত্রলীগ নেতাদের সাথে মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন, তোপের মুখে ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে মতবিনিময় সভা ডেকে সংবাদ সম্মেলন শুরু করায় তোপের মুখে পড়েছেন।

বুধবার বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত এ কর্মসূচির আয়োজনে শতাধিক সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা উপস্থিত হলেও মতবিনিময় সভা হয়নি।

ঘটনার সূত্রপাত শুরু হয় সকাল সাড়ে ১০টায়। দলের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন। তিনি এখানে কেন? তার ছেলে কেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করেছেন? সেটি জানতে চান সাবেক ছাত্র নেতারা।

এরপর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোয়া ১১টায় সভাস্থলে এসেই গণমাধ্যমের সঙ্গে কথা বলা শুরু করেন। এসময় পেছন থেকে সাবেক ছাত্রনেতাদের অনেকে সাংবাদিকদের উদ্দেশ্যে গালাগাল করেন। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করেও বলেন, ডাকছেন আমাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে। আপনি করছেন সংবাদ সম্মেলন। এরই মধ্যে কিছুক্ষণ কথা বলেন ওবায়দুল কাদের।

নেতাকর্মীদের হট্টগোলের এক পর্যায়ে কথা শেষ না করে তার অফিসে চলে যান ওবায়দুল কাদের। এতে আরও ক্ষিপ্ত হয়ে সাবেক নেতারা স্লোগান দিতে থাকেন। পরে দলীয় কার্যালয়ের নিচতলায় জড়ো হয়েও ভুয়া ভুয়া স্লোগান দেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, স্বৈরাচার পালানোর পর গণঅভ্যুত্থান পরবর্তী দেশে একদিকে

মির্জা ফখরুলের ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে রোববার রাতের দেয়া স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। প্রোফাইলে তিনি এ স্ট্যাটাসটি দেন।

মামুনুল হক ইসলামী বিপ্লবের পূর্বাভাস দিলেন

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক ইসলামী বিপ্লবের পূর্বাভাস দিয়েছেন । তিনি বলেন, ৫ আগস্টে বিপ্লবের অন্যতম শক্তি হলো বাংলার তৌহিদী জনতা।  এই

শ্রীপুরের প্রহলাতপুরে অধ্যাপক ডা: রফিকুল ইসলামের ব্যাপক গণসংযোগ

এম.আমজাদ খান: বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রীপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর গাজীপুরের শ্রীপুর উপজেলার, প্রহলাতপুর ইউনিয়নের ফাউগান বাজারে ব্যাপক জনসংযোগ ও মিছিল

Scroll to Top