২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কা শেষ ওয়ানডেতে ভারতকে দাঁড়াতেই দিলো না

শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যেই ভারতের বিপক্ষে খেলতে নামে লঙ্কানরা। শ্রীলংকা কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচে ভারতকে ১১০ রানের ব্যবধানে রীতিমত উড়িয়ে দিয়েছে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সংগ্রহ করেছিলো ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান। জবাব দিতে নেমে স্পিনার দুনিথ ভেল্লালাগের ঘূর্ণিজালে আবদ্ধ হয় ভারতীয় ব্যাটররা। ফলে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের দল ২৬.১ ওভারে মাত্র ১৩৮ রান তুলতেই অলআউট হয়ে যায়।

এই ম্যাচ হেরে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলা দল তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে হারলো। সে সঙ্গে নতুন কোচ গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্টই হলো ব্যর্থ। টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতলেও ওয়ানডেতে হলো চরমভাবে পর্যদুস্ত।

প্রথমে ব্যাট করতে নেমে ৪ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন আভিস্কা ফার্নান্দো। ১০২ বলে ৯৬ রান করে আউট হয়ে যান তিনি। ৮২ বল খেলে ৫৯ রান করেন কুশল মেন্ডিস। পাথুম নিশাঙ্কা করেন ৪৫ রান।

জবাব দিতে নেমে শুরুতেই ৬ রান করে আউট হয়ে যান শুভমান গিল। দলীয় রান ছিল তখন ৩৭। রোহিত শর্মা এবং বিরাট কোহলি মিলে আশা জাগিয়েছিলেন। কিন্তু ৫৩ রানের মাথায় ভেঙে যায় তাদের জুটি। ২০ বলে ৩৫ রান করে আউট হন রোহিত শর্মা।

১৮ বলে ২০ রান করে আউট হন বিরাট কোহলি। ১৩ বলে ১৫ রান করেন রায়ান পরাগ। বল হাতেও ৩ উইকেট নিয়েছিলেন তিনি। শেষ মুহূর্তে ওয়াশিংটন সুন্দর ২৫ বলে করেন ৩০ রান।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যেতে অন্য দলগুলোকে লোভনীয় প্রস্তাব ভারতের

পাকিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়া সত্বেও ভারতের সাফ কথা, তারা পাকিস্তান যাবে না। শুধু নিজেরাই নয়, অন্য দলগুলোও যাতে পাকিস্তানে খেলতে না যায়

হাথুরুসিংহের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা নিয়ে মুখ খুললেন নাসুম

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালে সাবেক হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা ঘটে স্পিনার নাসুম আহমেদের। অভিযোগ ওঠে, কোচ সেসময় নাসুমকে শারীরিকভাবে

প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে মেসির আর্জেন্টিনা

প্যারাগুয়ের মাঠে ২-১ গোলে হেরেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে থাকা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা । এই প্যারাগুয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। নিষেধাজ্ঞা কাটিয়ে

দাবাড়ু জিয়ার মৃত্যুর পর পরিবারের সংকটে তামিমের অর্থসহায়তা

বাংলাদেশের অন্যতম সেরা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বেশ কিছু দিন আগে দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। জিয়াকে হারিয়ে তার একমাত্র সন্তান তাহসিন ও

Scroll to Top