সেনাবাহিনী চট্টগ্রামের সদ্য সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে আটক করে হেফাজতে নিয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
টানা চারবারের সংসদ সদস্য এম এ লতিফ চট্টগ্রাম-১১ আসনের। আটকের সময় তিনি মাদারবাড়ি এলাকার এক বাসায় ছিলেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র।
সূত্র জানিয়েছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে এম এ লতিফ মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে করে শুক্রবার তিনি মসজিদে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে আত্মীয়ের বাসায় ফেরার পথে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সামনে পড়েন। এসময় বিএনপির নেতাকর্মীরা হট্টগোল করেন।
এরপর এম এ লতিফ তার আত্মীয়ের বাসায় গেলে সেখানে লোকজন ইটপাটকেল ছুড়ে হামলার চেষ্টা চালান। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম গিয়ে ওই বাড়ি থেকে এম এ লতিফকে আটক করে হেফাজতে নেয়।
এম এ লতিফ চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী সংগঠন চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) সাবেক সভাপতি তিনি। ওই চেম্বারের বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছেন তারই ছেলে ওমর হাজ্জাজ।