২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিসিবির জার্সি তৈরিতে দুর্নীতি, ৩ লাখ টাকার মধ্যে ৮০ হাজার খরচ, বাকি টাকার হিসাব নাই: সোহান

বাংলাদেশে বিভিন্ন স্তরে হওয়া দুর্নীতির ছায়া নেমে এসেছিল ক্রিকেটাঙ্গনেও। ক্রিকেটার নুরুল হাসান সোহান তার মধ্যে একটি ঘটনা নিয়ে মুখ খুলেছেন ।

জার্সি তৈরিতে দুর্নীতি নিয়ে জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘সবশেষ যখন প্রথম শ্রেণির ক্রিকেট আমরা যখন খেলেছি তখন বিসিবির পক্ষ থেকে একটা বরাদ্দ থাকে। জার্সি বানানোর জন্য দেওয়া হয় ৩ লাখ টাকার মতো। এটা আমি নিজের চোখে দেখেছি, যেহেতু ক্যাপ্টেন ছিলাম। আমাদের জার্সি বানানো হয়েছে ৮০ হাজার টাকা দিয়ে। ৩০ জন খেলোয়াড়ের জন্য বানানো সেই জার্সি, যেটা পরার মতো ছিল না। এটার দায়িত্বে ছিলেন (বিভাগীয় দলের) সেক্রেটারি। গেল ১৪-১৫ বছর ধরে কে ছিল আপনারা জানেন। প্রথম শ্রেণির ক্রিকেটেই যদি এমন হয়, তিন লাখ টাকার মধ্যে ৮০ হাজার খরচ, বাকি টাকার হিসাব নাই। পরে আমরা খেলোয়াড়েরা নিজেদের টাকা দিয়ে জার্সি বানিয়েছি।’

ক্রিকেটাঙ্গনকে যারা ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন তাদের উদ্দেশ্যে বলেন, ‘কিছু মানুষকে নিয়ে আমার প্রশ্ন আছে। অবশ্যই বিসিবিতে অনেক ভালো মানুষ আছে, স্পোর্টসে ভালো মানুষ আছে। এমন মানুষ আসা উচিত নয়, যারা খেলাকে নিয়ে ব্যবসা করতে চায়, ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আসে। এখান থেকে রুটিরুজি বের করে সংসার চালাতে হবে, এমন কেউ সংগঠক হিসেবে যেন না আসে। আমরা ক্রিকেটার, খেলাধুলা করে টাকাপয়সা পাই। আলহামদুলিল্লাহ, আজ আমার গাড়িবাড়ি সব ক্রিকেটের মাধ্যমে হয়েছে। কিন্তু সংগঠকেরা যারা আসবে, তাদের প্রতিষ্ঠিত হয়ে আসা উচিত, ক্রিকেটের ভালোর জন্য আসা উচিত। এখান থেকে বাড়ি-গাড়ি করার কিছু নেই।’

এ দিকে দুর্নীতির পাশাপাশি রাজনীতি নিয়েও কথা বলেছেন সোহান। তার মতে, ‘রাজনীতি একটা বড় জায়গা। রাজনীতির জায়গা থেকে মাঠে এসে নিজেকে নিংড়ে দেওয়ার কাজটা আমার কাছে সহজ মনে হয় না। কারও যদি এটা করতে হয় তাহলে তিনি খেলা থেকে অবসর নিয়ে রাজনীতি করুক, এটাই করা উচিত বলে মনে করি। খেলা চলাকালীন অবস্থায় কিছু প্রটোকল অবশ্যই থাকা উচিত।’

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা ও চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীর শাহবাগ, মৎস্যভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন এবং

সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় গ্রেফতার: আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহের ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার

আইপিএলে সাকিব-মুস্তাফিজের মতো দল পাননি যেসব তারকা

আইপিএল ২০২৫ আসর নিলামে দীর্ঘ দিন আইপিএলে সার্ভিস দেওয়া মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের প্রতি ন্যূনতম আগ্রহ দেখায়নি ১০ ফ্র্যাঞ্চাইজির একটিও। দল পাওয়া ভারতীয়

অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায়: মাহফুজ আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায়। এই হঠকারিতা জাতিকে ক্ষতিগ্রস্ত করবে। সোমবার (২৫ নভেম্বর)

Scroll to Top