যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র দেবে। এরই মধ্যে এর অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর চাপ সত্ত্বেও ইসরায়েলকে অব্যাহত অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে দেশটি। এতে নিরীহ ফিলিস্তিনিদের প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে।
১০ মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন ফের যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ত্র সহায়তার ঘোষণা এল।
গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ৩৯ হাজার ৯২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২ হাজার ২৪০ জন।