২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

‘টেলিডাক্তার’ বন্যার্তদের ফ্রি টেলিমেডিসিন সেবা দেবে

ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্ল্যাটফর্ম ‘টেলিডাক্তার’ বন্যাকবলিত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা দিতে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দিবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

মোবাইল ফোনে ০৯৬১০৯৯৯৭৭৭ নম্বরে কল দিয়ে অথবা টেলিডাক্তার অ্যাপ থেকে দিনরাত ২৪ ঘণ্টা যে কোনো সময়ে চিকিৎসকের সঙ্গে কথা বলা যাবে। ভিডিও কলে কথা বলা যাবে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।

প্রতিষ্ঠানটি জানায়, দেশে চলমান বন্যা পরিস্থিতিতে বিপদে পড়েছে অনেক মানুষ। বেড়েছে পানিবাহিত রোগ সংক্রমণের শঙ্কা। এ ধরনের পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ সেবাও হয়ে পড়ে অপ্রতুল। এ অবস্থায় বন্যার্তদের জন্য বিনামূল্যে টেলিমেডিসিন সেবা নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্ল্যাটফর্ম ‘টেলিডাক্তার’।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ড্রাই ফ্রুটস খালি পেটে খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর?

ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ ড্রাই ফ্রুটস শরীরের বিভিন্ন অঙ্গের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আমন্ড, আখরোট, কিশমিশের মতো বিভিন্ন ড্রাই ফ্রুটস

ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যুসহ নতুন রোগী ১১৩৯

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতজন মারা গেছেন। এসময়ে নতুন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৩৯ জন। এতে মৃতের সংখ্যা

বন্যায় শিশুদের জটিল স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা ও প্রতিরোধ

সাধারণত বন্যা ও বন্যা-পরবর্তী সময়ে বন্যাকবলিত এলাকাগুলোতে নানা রোগ দেখা যায়। এর মধ্যে পানি ও কীটপতঙ্গবাহিত রোগের সংখ্যা বেশি। বড়দের চেয়ে শিশুদের স্বাস্থ্যের অবস্থার বেশি

কমিউনিটি ক্লিনিকের ১৪ হাজার স্বাস্থ্যকর্মী বন্যার্তদের স্বাস্থ্যসেবা দিচ্ছে

দেশের ১১ জেলার নিম্নাঞ্চল টানা বৃষ্টিপাত ও উজানে ভারত থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে। নতুন করে বন্যার পানিতে ডুবেছে কয়েকটি জেলা।কমিউনিটি ক্লিনিকের ১৪ হাজার

Scroll to Top