১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বব্যাংক-এডিবি বাংলাদেশকে ২.৫ বিলিয়ন ডলার ঋণ দেবে

সফররত বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) উচ্চ প্রতিনিধিদল বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে। এসব ঋণের মধ্যে রয়েছে, বিশ্বব্যাংকের পলিসিভিত্তিক ঋণ (পিবিএল) এবং এডিবির ইনভেস্টমেন্ট ঋণ। যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থদপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের পক্ষ থেকে কোনো ঋণ প্রস্তাব করা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা রোববার (১৫ সেপ্টেম্বর) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’সহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গভর্নর ড. আহসান এইচ মনসুরকে এ ঋণ সহায়তার প্রস্তাব দেওয়া হয়।

হুসনে আরা শিখা বলেন, ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে তিন শর্তে ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। তবে এখন পলিসি সহায়তার জন্য ৭৫০ মিলিয়ন ডলার দেবে তারা। আসছে ডিসেম্বরে এ সহায়তা পাওয়া যাবে। ইনভেস্টমেন্ট ঋণ ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে আরও ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। এটি পেতে আরও সময় লাগবে। এছাড়া এডিবি ১৫০ কোটি ডলার বা ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দেবে। প্রথমে ৫০ মিলিয়ন, পরবর্তী দুই দাপে আরও ৫০ মিলিয়ন ডলার করে দেবে এডিবি।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আজকের বৈঠকে গভর্নর প্রতিনিধিদলকে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা রক্ষায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত নানা পদক্ষেপের কথা জানিয়েছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি প্রণয়ন, টাকার সরবরাহ হ্রাস, সুদের হার দফায় দফায় বৃদ্ধির মাধ্যমে বাজার-ভিত্তিক করা এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং ক্রলিং পদ্ধতিতে ডলারের দর নির্ধারণের বিষয়গুলো জানানো হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আজ ঢাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, ব্যাপক প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর

প্রশাসনের নাকের ডগায় অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে চলছে বিশাল প্রতারণা!

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুককে ব্যবহার করে ইলিশ মাছ বিক্রির নামে ভয়াবহ প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের ফাঁদে ফেলে

৩ লাখ কোটি টাকা পাচার করেছে বেক্সিমকো ও এস আলম: ড. আহসান এইচ মনসুর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, এস আলম ও বেক্সিমকোসহ বেশ কয়েকটি গ্রুপ দেশ থেকে আড়াই থেকে তিন লাখ কোটি টাকা

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে হেফাজতে ইসলামের একাত্মতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে রাজধানীতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক

Scroll to Top