২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আনলিমিটেড ডাটার মেয়াদ সহ টেলিটকে জেন-জি প্যাকেজ চালু

টেলিটক ছাত্র-জনতার অভ্যুত্থানে আলোচিত শব্দ ‘জেনারেশন জেড’ বা জেন-জিকে অনুসরণ করে তরুণদের জন্য নিয়ে এলো ‘জেন-জি’ প্যাকেজ। সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেন-জি প্যাকেজের উদ্বোধন করা হয়।

জেন-জি নতুন প্যাকেজের মূল্য ১৫০ টাকা। তবে প্রথম ৩০ দিনে গ্রাহক মাত্র ১০০ টাকা দিয়ে প্যাকেজটি কিনতে পারবেন। এ প্যাকেজে রয়েছে বাজারের সবচেয়ে কমমূল্যে আনলিমিটেড মেয়াদে ডাটা ও বছর মেয়াদে বান্ডিল অফার সুবিধা।

প্যাকেজটি মূলত জেন-জিদের জন্য চালু করা হয়েছে। যারা ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারা এ প্যাকেজ পাবেন। বর্তমানে এ প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর।

এছাড়া আরও রয়েছে ১ সেকেন্ড পালস, সাশ্রয়ী ভয়েস, ট্যারিফ এবং চাকরিপ্রার্থীদের জন্য ১২ মাসের অল জবস প্রিমিয়াম মেম্বারশিপ সার্ভিসের ফ্রি সুবিধা।

জেন-জি নতুন গ্রাহক টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম কিনতে পারবেন। এছাড়া গুগল প্লে-স্টোর থেকে মাই টেলিটক অ্যাপে নিবন্ধন করার মাধ্যমে বর্তমানে টেলিটক ব্যবহারকারীরা জেন-জি প্যাকেজের অফারগুলো গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ফিচার ফোন ব্যবহারকারীরা ইউএসএসডি কোড (*111#) ডায়াল করে এ সুবিধা নিতে পারবেন।

জেন-জি প্যাকেজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পরিষদের সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরীসহ টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ওপেনএআই বিনিয়োগে করছে না অ্যাপল!

ওপেনএআই সংস্থায় বিনিয়োগের আলোচনা থেকে হুট করেই পিছিয়ে যাওয়ার কথা ভাবছে অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে প্রকাশ, চ্যাটজিটিপি উন্মোচনের পর থেকেই ওপেনএআই নিয়ে প্রযুক্তি উদ্ভাবকরা

স্বজনপ্রীতির কারণে হাইটেক পার্ককে ব্যর্থ খাতে পরিণত করা হয়েছে: শীষ হায়দার চৌধুরী

বিগত সরকারের আমলে স্বজনপ্রীতির কারণে হাইটেক পার্ককে ব্যর্থ খাতে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। রাজধানীর

ফেসবুকে BMW ট্যাগ কেন ভাইরাল

সম্প্রতি ফেসবুক ফিড স্ক্রল করার সময় ‘Ten unknown facts about #BMW’ শিরোনামের পোস্ট অনেকেরই চোখে পড়ার কথা। এই পোস্টগুলোতে আচমকা ফিড ভরে গেছে। বিএমডব্লিউর সঙ্গে

বিটিআরসিতে লাইসেন্স ফেরত চেয়ে সিটিসেলের আবেদন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল তাদের বাতিল হওয়া লাইসেন্স ফেরত চেয়ে চিঠি দিয়েছে।সিটিসেলের মালিক প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম গত

Scroll to Top