শাহাদাত হোসেন নামের এক যুবককে দুই হাত স্টিলের পাইপের সঙ্গে বেঁধে ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা’ গান গাইতে গাইতে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উদঘাটন হয়েছে হত্যাকাণ্ডের রহস্যও।
মোবাইল ফোন ছিনতাইকারী সন্দেহে শাহাদাতকে পিটিয়ে হত্যা করা হয়। অভিযুক্তরা ‘চট্টগ্রাম ছাত্র-জনতা ট্রাফিক গ্রুপ’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য। এই গ্রুপে পোস্ট করে সদস্যদের জড়ো করে পিটিয়ে হত্যা করা হয় শাহাদাতকে।
পুলিশ জানায়, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ফরহাদ আহমেদ চৌধুরী ওরফে জুয়েল (৪২) এরই মধ্যে গ্রেফতার হয়েছেন। ছিনতাইকারী সন্দেহে শাহাদাতকে আটকিয়ে মারধরের একটি ভিডিও ওই গ্রুপে পোস্ট করে গ্রুপের সদস্যদের আহ্বান জানানো হয়। গ্রুপে ভিডিও পোস্ট করে বলা হয়, ‘যাকে ধরা হয়েছে তিনি মোবাইল ফোন ছিনতাইকারী। তাকে মারতে হবে, সবাই আসেন।’ এরপর গ্রুপের সদস্যরা দফায় দফায় এসে পেটান শাহাদাতকে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ। এসময় পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান উপস্থিত ছিলেন।
হত্যার ঘটনায় গ্রেফতার অন্য দুজন হলেন- মো. সালমান (১৬) এবং আনিসুর রহমান ইফাত (১৯)। এদের মধ্যে ইফাত চান্দগাঁও এলাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেন।
অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, গ্রেফতার ফরহাদ জুয়েল এলাকায় আগে থেকে ইট-বালি সরবরাহের ব্যবসা করেন। ৫ আগস্টের পর ‘চট্টগ্রাম ছাত্র-জনতা ট্রাফিক গ্রুপ’ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলেন। ওই গ্রুপের শতাধিক সদস্য রয়েছে। গ্রুপের সদস্যদের ব্যবহার করে জুয়েল নানান অপকর্ম করে আসছিলেন।
বিগত সরকারের সময়ে নাছিরাবাদ এলাকায় যারা ইট-বালি সরবরাহের ব্যবসা করতেন তারা সবাই ছিলেন তৎকালীন সরকারদলীয়। তবে গ্রেফতার ফরহাদ জুয়েলের কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ।
গত শনিবার চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে রেখে এক যুবককে মারধরের ২০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, নীল রঙের গেঞ্জি এবং জিন্স প্যান্ট পরা এক যুবক ঢুলছেন। তার দুই হাত বেঁধে রাখা হয়েছে স্টিলের পাইপের সঙ্গে। ওই যুবককে ঘিরে গোল হয়ে কয়েকজন যুবক চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা’ গান গাইছেন। ভিডিওতে কয়েকজন যুবকের হাতে লাঠিও দেখা গেছে। পরে মারধরের শিকার ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ১৪ আগস্ট ষোলশহর ২নং গেট এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আসে গত শনিবার। হত্যার পর ওই যুবকের মরদেহ ফেলে রাখা হয়েছিল নগরের প্রবর্তক মোড়ে বেসরকারি একটি হাসপাতালের সামনের রাস্তায়।