২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই: আওয়ামীলীগ প্রসঙ্গে জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটিতে রোকন সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই। কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারও সাহায্য নিয়ে নয়।

শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করেন না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কওমি নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে।

বিডিআর বিদ্রোহের নামে ৫৭ সেনা সদস্য হত্যাসহ দেশের সব হত্যাকাণ্ডের বিচার এবং এর মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে আবারো জালিমদের আগমন হতে পারে, তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক দলসহ সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে।

রোকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে রোকন সম্মেলনে বক্তৃতা করেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক আবুল কালাম আজাদ।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শ্রীপুরের প্রহলাতপুরে অধ্যাপক ডা: রফিকুল ইসলামের ব্যাপক গণসংযোগ

এম.আমজাদ খান: বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রীপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর গাজীপুরের শ্রীপুর উপজেলার, প্রহলাতপুর ইউনিয়নের ফাউগান বাজারে ব্যাপক জনসংযোগ ও মিছিল

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি। তিনি বলেন, খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন, জিয়াউর

ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা গন সমাবেশে লোকে লোকারণ্য

খাগড়াছড়ি শাপলা চত্বরে সোমবার (১১ নভেম্বর) হাফেজ দেলোয়ার হোসাঈনের সভাপতিত্বে এবং মাও কাউসার আজিজীর সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার গন সমাবেশ অনুষ্ঠিত হয়!

আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাইনুল ইসলাম রাজু, আমতলী প্রতিনিধিঃ আমতলীতে ঐতিহাসিক জাতীয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Scroll to Top