১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইউনূস সরকারকে দূর্বল ভাবার কারণ নেই: মুশফিক ফজল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে এবং ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আবু সাঈদকে সন্ত্রাসী বলে আলোচনায় আসেন সদ্য বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি।

তাপসীকে প্রথমে বদলি এবং পরবর্তীতে বরখাস্ত করার বিষয়টি সহজে মানতে পারেনি আইনজীবী জেড আই খান পান্না। গণমাধ্যমকে ডেকে সাক্ষাৎকার দিয়ে প্রকাশ্যে তাপসীর পক্ষ নেন তিনি।

এবার বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাংবাদিক মুশফিক ফজল আনসারী। তিনি বলেছেন- ‌‘তাবাসসুম উর্মি যদি ভারতে আশ্রিত বিচ্ছিন্নতাবাদী পালাতক স্বৈরাচারিনীর গর্বিত উত্তরাধিকারিণী হতে চায়, হউক। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে ম্যাজিস্ট্রেটের আসনে বসে সরকার পতনের হুংকার দিবে-এটা সহ্য করা যায় না। ওই সরকারি কর্মকর্তা ছাত্র-জনতার বিপ্লব এবং এই বিপ্লবের মহানায়ক আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে।’

আইনজীবী পান্নাকে উদ্দেশ করে তিনি লিখেন, ‘খবরে দেখলাম অ্যাডভোকেট জেড আই খান পান্না তার জন্য দরদি হয়েছেন। আমার জানতে চাওয়া, উকিল সাহেব যদি জানতে পারেন তার চেম্বারের কেউ একজন তাকে বিচারাঙ্গন থেকে সরিয়ে দিতে তৎপরতা শুরু করেছে, তবে তিনি কী ব্যবস্থা নিবেন?  তাকে কী অবলীলায় তা করতে দিবেন?

শোনেন তবে, সরকার প্রধান প্রফেসর ইউনূসের উদারতাকে দুর্বলতা মনে করবেন না এবং এই সরকারকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আর সরকারে দায়িত্বরতদের বলি, ফ্যাসিস্টদের প্রতি বিন্দুমাত্র কোনো সহানুভূতি প্রদর্শন নয়। নিরপেক্ষতার নামে কেউ যাতে খুনিদের পক্ষাবলম্বন বা পুনর্বাসনের চেষ্টা না করেন। বাকিটা আর পাবলিক করতে চাই না।’

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জামায়াতের সম্মেলনে অংশ নিয়ে বিতর্কে আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর ইউনিয়ন সম্মেলনে উপস্থিত হয়ে আলোচনার জন্ম দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল

এনসিপির সাধারণ সভা: বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন তীব্র করার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত তৃতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় চ্যালেঞ্জ আরাকান আর্মি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে জিএসপি পুনর্বহালের চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে মার্কিন বাজার থেকে আমদানি বাড়িয়ে ঘাটতি কমানোর

Scroll to Top