২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সারজিস-হাসনাত জাতীয় পার্টির সংলাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন

রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংলাপ শুরু করেছেন। জাতীয় পার্টিকে (জাপা) সর্বশেষ তৃতীয় সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি । তাদের আমন্ত্রণ জানানো হবে কি না, তা জানা না গেলেও প্রধান উপদেষ্টার সঙ্গে জাপার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

নিজ নিজ ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই দুই সমন্বয়ক।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, ‘জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদের প্রধান উপদেষ্টা কীভাবে আলোচনায় ডাকে?’

প্রায় একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করবো।’

এর আগে ৫ অক্টোবর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুরু হওয়া সংলাপে অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তারা সরকারের কাছে বেশ কিছু বিষয় তুলে ধরেছে। তবে ডাক পায়নি জাতীয় পার্টি (জাপা)।

আওয়ামী লীগ আমলে সরকারের সুরে কথা বলে গৃহপালিত বিরোধী দলের তকমা পায় জাতীয় পার্টি।

এর আগে প্রথম দফার বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক না পেয়ে মুষড়ে পড়েছিল সদ্য বিলুপ্ত সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। তবে দ্বিতীয় দফার বৈঠকে গত ৩১ আগস্ট তারা সংলাপে ডাক পেয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শ্রীপুরের প্রহলাতপুরে অধ্যাপক ডা: রফিকুল ইসলামের ব্যাপক গণসংযোগ

এম.আমজাদ খান: বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রীপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর গাজীপুরের শ্রীপুর উপজেলার, প্রহলাতপুর ইউনিয়নের ফাউগান বাজারে ব্যাপক জনসংযোগ ও মিছিল

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি। তিনি বলেন, খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন, জিয়াউর

ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা গন সমাবেশে লোকে লোকারণ্য

খাগড়াছড়ি শাপলা চত্বরে সোমবার (১১ নভেম্বর) হাফেজ দেলোয়ার হোসাঈনের সভাপতিত্বে এবং মাও কাউসার আজিজীর সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার গন সমাবেশ অনুষ্ঠিত হয়!

আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাইনুল ইসলাম রাজু, আমতলী প্রতিনিধিঃ আমতলীতে ঐতিহাসিক জাতীয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Scroll to Top