ভারত ঘরের মাঠে এক লজ্জার রেকর্ড করেছে। রোহিত শর্মার দল বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গেছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে এটিই ভারতের সর্বনিম্ন রানের ইনিংস। আর দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে সব মিলিয়ে তৃতীয় সর্বনিম্ন।
২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইডে ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। টেস্টে এটিই ভারতের সর্বনিম্ন রানের স্কোর। এছাড়া ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ রানে গুটিয়ে গিয়েছিলো ভারতীয়রা। আজ টেস্টে তৃতীয় সর্বনিম্ন রানের স্কোর করলো ভারত।
ঘরের মাঠে এর আগে ভারতের সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল ৭৫ রানের। ১৯৮৭ সালে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিব্রতকর এই রেকর্ড করেছিল ভারত।
চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে আজ ডাক মেরেছেন ৫ ব্যাটার। তারা হলেন- বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দুই অংক ছুঁতে পেরেছেন মাত্র ২ জন।
নিউজিল্যান্ডের হয়ে ফাইফার পূর্ণ করেন ম্যাট হ্যানরি। মাত্র ১৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন ডানহাতি কিউই পেসার। ২২ রানে ৪ উইকেট নেন উইলিয়াম ও’রর্কে।