১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বরেণ্য সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগীতযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দিনগত রাত ২টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বরেণ্য এই সংগীতশিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম (লিজা)।

রুপা মঞ্জুরী শ্যাম বলেন, ২০১৮ সাল থেকে বাবা ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। গত জুনে তার হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। সব মিলিয়ে শরীর একেবারেই ভালো যাচ্ছিল না। গত ২৪ সেপ্টেম্বর  হাসপাতালে ভর্তি করা হয়। এবার আর বাবাকে ফেরানো গেল না। আমাদের সবাইকে তিনি ছেড়ে চলে গেলেন।

দীর্ঘদিন ধরে ক্যানসারসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন সুজেয় শ্যাম। সম্প্রতি তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। পরে তার শরীরের ভেতর সংক্রমণ হলে এক পর্যায়ে তা রক্তে ছড়িয়ে পড়ে। এছাড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও কিডনির জটিলতাও ছিল।

প্রবীণ এ সংগীতশিল্পীর সুর করা গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয় রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’।

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম। ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছিলেন সুজেয় শ্যাম। গানটির গীতিকার ছিলেন শহীদুল আমিন। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়।

১৯৪৬ সালের ১৪ মার্চ সিলেটে সুজেয় শ্যামের জন্ম। তার বাবা অমরেন্দ্র চন্দ্র শাহ ছিলেন ‘ইন্দ্রেশর-টি’ নামের একটি চা বাগানের মালিক। সিলেটেই কাটে তার শৈশব। দশ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ।

দীর্ঘ সংগীত জীবনে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন সুজেয় শ্যাম। সংগীতে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক এবং ২০১৫ সালে শিল্পকলা পদক পান তিনি। তার মৃত্যুতে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমেছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

প্রশাসনের নাকের ডগায় অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে চলছে বিশাল প্রতারণা!

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুককে ব্যবহার করে ইলিশ মাছ বিক্রির নামে ভয়াবহ প্রতারণা চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের ফাঁদে ফেলে

৩ লাখ কোটি টাকা পাচার করেছে বেক্সিমকো ও এস আলম: ড. আহসান এইচ মনসুর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, এস আলম ও বেক্সিমকোসহ বেশ কয়েকটি গ্রুপ দেশ থেকে আড়াই থেকে তিন লাখ কোটি টাকা

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে হেফাজতে ইসলামের একাত্মতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসঙ্গে রাজধানীতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ শীর্ষক

কোপা লিবার্তোদোরেস ম্যাচে সংঘর্ষে নিহত ২, বাতিল হলো খেলা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আমেরিকায় ফুটবল যেন কেবল খেলা নয়, বরং আবেগ, উন্মাদনা ও জীবনের অংশ। তবে সেই আবেগ কখনো কখনো ভয়াবহ রূপও নিতে পারে। তেমনই

Scroll to Top