গাজায় হামাসের প্রধান খলিল হায়া হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন । কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিভিশনে দেওয়া বক্তব্যে খলিল হায়া বলেন, গাজায় ইসরাইলি হামলা বন্ধ হওয়া পর্যন্ত এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত হামাসের হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে দেওয়া হবে না।
ইয়াহিয়া সিনওয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হায়া বলেন, তিনি ছিলেন অটল, সাহসী ও নির্ভীক। আমাদের মুক্তির জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন।
হায়া বলেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সিনওয়ার মাথা উঁচু করে ছিলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুদের দিকে গুলি চালিয়েছেন। তিনি তার সমগ্র জীবন একজন ন্যায়নিষ্ঠ যোদ্ধা হিসেবে কাটিয়েছেন। ছোটবেলা থেকেই সিনওয়ার ছিলেন একজন অসীম সাহসী যোদ্ধা।
গত বছর ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। এ হামলার পর গাজায় অভিযানের নামে নির্বিচার হামলা শুরু করে ইসরাইল। গত আগস্টে ইরানের তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর হামাসের নেতা হয়েছিলেন সিনওয়ার।