৯ বছর পর বাংলাদেশ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামছে । আজ সোমবার ঢাকা টেস্টে প্রোটিয়াদের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।
আজ সোমবার শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সাকিব-পরবর্তী অধ্যায় ও হেড কোচ ফিল সিমন্স যুগের। বহু প্রত্যাশা নিয়ে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে শুভযাত্রা শুরু করলেন হেড কোচ ফিল সিমন্স। আজ টসের পর মিডিয়াতে কথা বলেন ক্যারিবিয়ান এই কোচ।
সিমন্স চ্যালেঞ্জের কথা জানিয়ে বলেন, ‘খেলার মাত্র তিন দিন আগে এসেছি। ফোকাস এবং বার্তা মূলত দুটি জিনিস নিয়ে। সেটি হলো- আমাদের কঠোর প্রস্তুতি নিতে হবে এবং আমরা পরিস্থিতি ভালোভাবে বুঝি।’
এর আগে ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার মিরপুর ও চট্টগ্রামে দুই ম্যাচের সিরিজ অমীমাংসিত ছিল। কাজেই ইতিহাসকে মানদণ্ড ধরলে বলা যায় দক্ষিণ আফ্রিকাকে হারানোর একটা ভালো সুযোগ এবারের সিরিজ।