২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন যুদ্ধবিরতি নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করলেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ইসরাইল সফর শেষ করে বুধবার সৌদি আরবে পৌঁছেছেন । রাজধানী রিয়াদে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠককালে মোহাম্মদ বিন সালমান এবং অ্যান্থনি ব্লিঙ্কেন সৌদি-আমেরিকা সম্পর্ক এবং যৌথ সহযোগিতার ক্ষেত্র পর্যালোচনা করেন।

এছাড়া গাজা ও লেবাননের উন্নয়নসহ সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে কথা বলেন দুই শীর্ষনেতা। এছাড়া এসব অঞ্চলে সামরিক অভিযান বন্ধ, নিরাপত্তা এবং মানবিক  প্রচেষ্টা নিয়েও আলোচনা করেন।  সৌদি আরবের পর কাতারে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর।

রিয়াদ সফরের আগে ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, এখন সাফল্যগুলোকে একটি স্থায়ী কৌশলগত সাফল্যে পরিণত করার সময় এসেছে।

তিনি বলেন, জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা, এই যুদ্ধের সমাপ্তি এবং এর পরে যা করার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকা দরকার।

ইসরাইলের অব্যাহত আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা। প্রাণ হারিয়েছে প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখেরও বেশি। এছাড়া উপত্যকার বেশিরভাগ বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে অস্থায়ী আশ্রয় শিবিরে যেতে বাধ্য হয়েছে।

এদিকে বুধবার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, মধ্যপ্রাচ্য সফরের পর ব্লিঙ্কেন এই সপ্তাহের শেষে লন্ডনে যাবেন। সেখানে আরব নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আবার উত্তপ্ত ভারতের মণিপুর

ভারতের মণিপুর রাজ্যে সেনাবাহিনীর একজন ঠিকাদারকে ২৪ ঘণ্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মণিপুরের পশ্চিম ইম্ফল জেলায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কারণ,

পিটিআই ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ থেকে পিছু হটেছে

তেহরিক-ই-ইনসাফ ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল । এ জন্য তারা দেশের বিভিন্ন স্থান থেকে গত ২৪ নভেম্বর ইসলামাবাদের উদ্দেশে

হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি ঘোষণা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। ইসরাইলের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ

দেখামাত্র গুলির নির্দেশ – বিক্ষোভে উত্তাল পাকিস্তান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে আঘাত হানার ঘটনায় চার রেঞ্জার্স ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন

Scroll to Top