২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে শাবান, ১৪৪৬ হিজরি

যে কারণে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বিএনপি এ অবস্থান

বিএনপি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । দলের নেতারা মনে করেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে দেশে সাংবিধানিক সংকট ও শূন্যতা সৃষ্টি হবে, যা তৃতীয় পক্ষের জন্য সুযোগ এনে দিতে পারে। এজন্য দলটি সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার ‘বৈষম্যবিরোধী ছাত্রদের’ পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি ওঠার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ সাক্ষাৎ করেন।

দেখা করার পর তাদের পক্ষে নজরুল ইসলাম খান বৈঠক সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সেজন্য খেয়াল রাখতে বলেছি। আমরা কোনো সাংবিধানিক সংকট চাই না। পতিত স্বৈরাচারের দোসররা যদি কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা করে, তাহলে আমরা গণতন্ত্রকামীরা তা প্রতিহত করব।’

সালাহউদ্দিন আহমেদ বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আরেক ব্রিফিংয়ে বলেন, ‘রাষ্ট্রপতির পদে শূন্যতা এই মূহুর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে। সাংবিধানিক শূন্যতা তৈরি করবে। যেটা জাতির কাম্য নয়। এবং এই সংকটের কারণে যদি জাতির গণতন্ত্রে উত্তরণ বিলম্বিত হয় বা বাধাগ্রস্ত হয়, সেটা জাতির কাম্য নয়।’

বৃহস্পতিবার এই বিষয়ে ডয়চে ভেলের সঙ্গেও কথা বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে একটি পত্রিকায় রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে যে বিতর্ক হয়েছে তা একটি সেটেলড ম্যাটার। বঙ্গভবন থেকে বিবৃতি দিয়েও তা বলা হয়েছে। তারপর এটা নিয়ে আর বিতর্ক থাকে না। সুপ্রিম কোর্টের রেফারেন্সে তার পদত্যাগের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন।’

‘আমরা মনে করি, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবাবিধনিক শূন্যতা ও রাষ্ট্রীয় সংকট তৈরি হলে তৃতীয় পক্ষ বা অন্য কোনো পক্ষের দুরভিসন্ধি কাজ করবে কিনা। সেইরকম রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকটের মুখোমুখি আমরা হতে চাই না। আমরা চাই গণতন্ত্রে উত্তরণের পথে অন্য কোনো কিছু যেন বাধা না হয়। আমরা চাই গণতান্ত্রিক সংস্কার এবং নির্বাচন, এর মাঝে আর কোনো কিছু যেন বাধা না হয়। এটা জাতির জন্য কল্যাণকর হবে না।’

আর ছাত্রলীগকে নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আর সব অপকর্ম বাদ দিলেও ছাত্রলীগ জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর সশস্ত্র আক্রমণ করেছে, ভারি অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। আর আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ছিল একটা আতঙ্কের নাম। ছাত্র-জনতার দাবি ছিল তাদের নিষিদ্ধ করার। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে আমরা একমত।’

আওয়ামী লীগ প্রশ্নে তিনি বলেন, ‘অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের গণহত্যার বিচার শুরু হয়েছে। আইনেও কিছু সংশোধন আসবে। সেখানে দলেরও বিচার হবে। দল নিষিদ্ধেরও বিষয় থাকবে কিনা সেটা বিচার শেষ হলে দেখা যাবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বিএনপি নেতা বলেন, ‘সাংবিধানিক সংকট তৈরি হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে। আর সেটা হলে নির্বাচন ও সংস্কার শেষ পর্যন্ত ভেস্তে যেতে পারে। সাংবিধানিক সংকট হয়- এমন কোনো কাজের বিরোধী বিএনপি। তাই বিএনপি বর্তমান রাষ্ট্রপতিকেই তার পদে রাখতে চায়। সেটাই আমাদের জন্য নিরাপদ।’

শেখ হাসিনা দেশ ছাড়ার প্রায় তিন মাস পর বাংলাদেশের একটি পত্রিকায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেখ হাসিনার লিখিত পদত্যাগপত্র না পাওয়ার কথা বললে সোমবার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ তোলেন। তারপর ‘বৈষম্যবিরোধী ছাত্ররা’ রাষ্ট্রপতিকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে তার পদত্যাগ দাবি করেন। তার পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিকালে শহিদ মিনারে সমাবেশ ও বঙ্গভবন ঘেরাও করা হয়। রাষ্ট্রপতিকে পদ ছাড়তে বৃহস্পতিবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল তখন।

তবে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, রাষ্ট্রপতির পদে মো. সাহাবুদ্দিনের থাকা না থাকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। বৈঠকের পর বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কিশোরগঞ্জে বিএনপির সমাবেশে লোকে লোকারণ্য

শাহজাহান সাজু কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিএনপির সমাবেশে লোকে লোকারণ্য। কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বিএনপির সমাবেশে বিপুল লোক সমাগম হয়েছে। সমাবেশ স্থলসহ শহরের মোড়ে-মোড়ে অলি-গলিতে লোকে লোকারণ্য। সমাবেশ

কুয়েটে রামদা হাতে থাকা যুবদল নেতা মাহবুব বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেওয়া যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)

বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম শহরের সমাবেশে ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামী ও সাধারন মানুষের যোগদান

মোহাম্মদ রকিবুল হক, ফটিকছড়ি প্রতিনিধিঃ আজ ১৮ই ফেব্রুয়ারী চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এর

নাটোর জেলা বিএনপির উদ্যোগে আগামী ২৪ ফেব্রুয়ারি প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে গুরুদাসপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোর জেলা বিএনপির উদ্যোগে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে গুরুদাসপুর পৌর বিএনপির উদ্যোগে গতকাল (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭

Scroll to Top