২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাপানে সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট

জাপানের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। গতকাল রবিবার নির্বাচনের প্রাথমিক ফলাফল তাই বলছে। এর আগে, বুথফেরত সমীক্ষায় জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে দেখা গিয়েছিল। একের পর এক কেলেঙ্কারিতে দেশটির ক্ষমতাসীন দলের টালমাটাল পরিস্থিতির মধ্যেই গতকাল আগাম নির্বাচনের ভোটগ্রহণ হয়।

গত এক যুগের মধ্যে এই জোটের জন্য নির্বাচনে সবচেয়ে খারাপ ফলাফল হলো এবারই। পার্লামেন্টের নিম্নকক্ষে অর্ধেকেরও বেশি আসন পেয়েছে বিরোধী দলগুলো। নির্বাচনের এই ফলাফলের কারণে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশে সরকার গঠন হবে কীভাবে তা নিয়ে বেশ অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন এলডিপি এবং তাদের মিত্র দল কোমেইতো মোট ২০৮টি আসন পেয়েছে, যেখানে বিরোধী দলগুলো পেয়েছে ২৩৫টি আসন।

এলডিপি একা পেয়েছে ১৯১টি আসন। দেশটিতে ক্ষমতায় যেতে একটি দল বা জোটের জন্য কমপক্ষে ২৩৩টি আসন প্রয়োজন হয়। এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, সবচেয়ে বড় বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি (সিডিপি) পেয়েছে ১৪৩টি আসন। পার্লামেন্টের নিম্নকক্ষ বা ডায়েটের ২২টি আসনের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।

শিগেরু ইশিবা এলডিপির নতুন নেতা নির্বাচিত হওয়ার তিনদিন পরে এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই এই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন।

নির্বাচনের ফলাফল সম্পর্কে এক প্রতিক্রিয়ায় ইশিবা এনএইচকে-কে বলেন, ‘ভোটাররা কঠোর রায় দিয়েছে এবং আমাদের খুব বিনয়ের সঙ্গে এই রায় মেনে নিতে হবে।’

তার পরেও এলডিপি বিরোধী দলগুলোর জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে। বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হতে যেমন ব্যর্থ হয়েছে, তেমনই শাসনের প্রশ্নে তারা যে ক্ষমতাসীনদের বিকল্প, সেটাও ভোটারদের বোঝাতে ব্যর্থ হয়েছে।

গত কয়েকটি বছর টালমাটাল অবস্থায় কেটেছে এলডিপির সময়।  এ সময়টি ছিল কেলেঙ্কারীতে ঠাসা, ভোটারদের উদাসীনতা আর সমর্থনের রেকর্ড নিম্নমুখী প্রবণতা। এ বছরের শুরুতে ভোটারদের সমর্থনের পাল্লা রেকর্ড ২০ শতাংশে নেমে আসে। মূলত দলের তহবিল কেলেঙ্কারীর খবর ফাঁস হওয়ার পরপরই এই পরিস্থিতির সৃষ্টি হয়।

জাপানে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেতে হলে যেকোনো দলকে অন্তত ২৩৩ আসনে জয় পেতে হবে। সর্বোচ্চসংখ্যক আসন পাওয়ার পরেও এলডিপিকে অন্য কোনো দলের সঙ্গে জোট গঠনের প্রয়োজন হবে। এর আগে তারা কোমেইতো পার্টির সঙ্গে জোট গঠন করেছিল।
নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে এলডিপির ছিল ২৪৭টি আসন এবং জোটের শরিক কোমেইতোর দখলে ছিল ৩২টি আসন।  অন্যদিকে প্রধান বিরোধী দল সর্বশেষ সংসদে ৯৮টি আসন পেয়েছিল।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন বার্তা দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তাদের অস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়াতে হামলা চালানোর অনুমতির মাধ্যমে এ যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধে পরিণত করেছে।  পশ্চিমাদের পালটা

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে সৌদি: বুশরা

ইমরান খানের স্ত্রী বুশরা এক ভিডিও বার্তায় দাবি করেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। শুক্রবার (২২ নভেম্বর) জিও

কেনিয়া আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল করলো

ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুস-জালিয়াতির অভিযোগ আনার পর কেনিয়া আদানি গ্রুপের সঙ্গে বিমানবন্দর ও বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পের দুটি বড় চুক্তি বাতিলের

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়াল

ইসরাইলি বাহিনীর নির্মম সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন নিহত হওয়ায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) গাজার

Scroll to Top