২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাজেক-খাগড়াছড়ি পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো

খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (৫ নভেম্বর) থেকে খুলে দেওয়া হয়েছে।

এর আগে গেল ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে কয়েক দফায় সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। সহিংসতার জেরে ৮ অক্টোবর খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন। এতে কার্যত বন্ধ হয়ে যায় খাগড়াছড়ি ও সাজেকে পর্যটকদের প্রবেশ।

পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে মেঘের রাজ্য সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে প্রশাসন।

সাজেক কটেজ মালিক সমিতি সূত্রে জানা যায়, এক মাসেরও বেশি সময় ধরে সাজেক পর্যটকশূন্য থাকায় রিসোর্ট-কটেজের অধিকাংশ কর্মচারী সাজেক ছেড়ে চলে গেছেন। এখন আবার নতুন উদ্যমে ফিরতে শুরু করেছেন তারা।

পর্যটনকেন্দ্র উন্মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা।

তিনি বলেন, এখানকার পর্যটন খাতের সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এখাতে অনেকে বেকার হয়ে পড়েছেন। পর্যটন চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, মঙ্গলবার থেকে খাগড়াছড়ি জেলার সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সাজেকে যেহেতু খাগড়াছড়ি জেলা সড়ক হয়ে যেতে হয় সেক্ষেত্রে মঙ্গলবার থেকে সাজেকেও পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ যা করতে হবে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করেছে । এখন থেকে সেন্টমার্টিন ভ্রমণে

ঢাকায় বাচ্চাদের নিয়ে ঘুরাঘুরি করার মতো আকর্ষণীয় জায়গা

বাচ্চাদের জন্য সুন্দর স্মৃতি এবং আনন্দময় অভিজ্ঞতা তৈরি করা প্রতিটি বাবা-মায়ের লক্ষ্য। ঢাকার মতো ব্যস্ত শহরে বাচ্চাদের জন্য উপযুক্ত এবং মনোরম জায়গা খুঁজে পাওয়া যদিও

বাংলাদেশ থেকে এক ভিসাতেই ২৬টি দেশ ভ্রমণের সুযোগ

বাংলাদেশ থেকে এক সেনজেন ভিসা নিয়ে ইউরোপের ২৬টি দেশ ভ্রমণের সুযোগ সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা হতে পারে। সেনজেন ভিসা মূলত ইউরোপীয় ইউনিয়নের একটি ভিসা ব্যবস্থা,

টানা প্রায় এক মাস পর খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা উঠছে

টানা প্রায় এক মাস খাগড়াছড়ি ভ্রমণের নিষেধাজ্ঞা থাকার পর অবশেষে পর্যটকদের জন্য দুয়ার খুলছে। আগামী ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। সার্বিক পরিস্থিতি

Scroll to Top