২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আমতলীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাইনুল ইসলাম রাজু, আমতলী প্রতিনিধিঃ

আমতলীতে ঐতিহাসিক জাতীয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার নেতৃত্বে কয়েক হাজার লোক বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠন দিবসটি পালন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার সকাল ১১ টায় আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উলক্ষে পুরাতন হাসপাতাল সড়কের নতুন ডাকবাংলো চত্ত্বর থেকে হাজার হাজার লোক এক বর্নাঢ্য র‍্যালিতে অংশগ্রহন করে। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ডাকবাংলো চত্ত্বরে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব তারিকুল ইসলাম টারজানের সঞ্চালনায় উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক কামরুজ্জামান হিরু মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ খান। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব জালাল আহম্মেদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম শানু, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান আকন, সাবেক চেয়ারম্যান কায়েসুর রহমান ফকু,সাবেক চেয়ারম্যান ও সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফাজ্জেল হোসেন, পৌর বিএনপির যুগ্মআহবায়ক আমিনুল ইসলাম জাকির, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান রিপন, আমতলী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও ছাত্রদলের আমতলী উপজেলা সভাপতি মো. ইমরান খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শ্রীপুরের প্রহলাতপুরে অধ্যাপক ডা: রফিকুল ইসলামের ব্যাপক গণসংযোগ

এম.আমজাদ খান: বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শ্রীপুরের কৃতি সন্তান অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর গাজীপুরের শ্রীপুর উপজেলার, প্রহলাতপুর ইউনিয়নের ফাউগান বাজারে ব্যাপক জনসংযোগ ও মিছিল

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি। তিনি বলেন, খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন, জিয়াউর

ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা গন সমাবেশে লোকে লোকারণ্য

খাগড়াছড়ি শাপলা চত্বরে সোমবার (১১ নভেম্বর) হাফেজ দেলোয়ার হোসাঈনের সভাপতিত্বে এবং মাও কাউসার আজিজীর সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার গন সমাবেশ অনুষ্ঠিত হয়!

আসিফ নজরুলের সঙ্গে আ. লীগ নেতাকর্মীদের আচরণ দেশের আত্মমর্যাদার ওপর আঘাত: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

Scroll to Top