ময়মনসিংহ জেলার মুক্তাগাছা, ঈশ্বরগঞ্জ, ফুলপুর ও গফরগাঁওয়ের মোট ২৪টি এলাকায় কৃষকের খেত থেকে আলু ও আলু উৎপাদনের মাটির নমুনা সংগ্রহ করেন গবেষকরা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় আলু ও আলু উৎপাদনের মাটিতে ক্ষতিকর মাত্রায় নিকেল ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি পেয়েছেন বিজ্ঞানীরা—যা ক্যান্সারসহ সম্ভাব্য অন্যান্য ঝুঁকি নিয়ে জনস্বাস্থ্য উদ্বেগ বাড়াচ্ছে।
উন্নত দেশে গার্মেন্টস টেক্সটাইল শিল্প গড়ে ওঠে না কারণ তারা নিজেদের দেশের পরিবেশ নষ্ট করতে চায় না । আরেকটা কারণ হলো গরিব দেশকে সব সময় এই প্যান্ট শার্ট উৎপাদনেই ব্যাস্ত রাখে।
পরিবেশ বিপর্যয় অলরেডি শুরু হয়ে গেছে। এটার থেকে ধনী গরীব কেউ পরিত্রান পাবে না। কারণ শিল্পপতিরা তো আর আলু পটল পিয়াজ ইউরোপ অথবা আমেরিকা থেকে ক্রয় করে না।
আপনি গার্মেন্টস টেক্সটাইলে যতই ETP বসান না কেন ম্যাক্সিমাম ফ্যাক্টরীর মালিক খরচের ভয়ে ETP বন্ধ করে রাখে।
Zone wise একটা করে সেন্ট্রাল ETP করা যেতে পারে। অপারেশন এর দায়িত্ব থাকবে বিদেশী কোম্পানী আর বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে। এভাবে পরিবেশ বিপর্যয় কিছুটা কমানো সম্ভব।
মজার ব্যাপার হলো এখানে ধনী গরিব বলতে কিছু নাই এভাবে চলতে থাকলে সবাই আক্রান্ত হবে।
হাসান মাহামুদ সুমন, সম্পাদক, দৈনিক আমার বাংলাদেশ।