২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মেধা ও যোগ‌্যতার ভি‌ত্তি‌তে ১২০ টাকায় পুলি‌শে চাক‌রি পেয়ে আবেগাপ্লুত দিনমজুরের সন্তান

মেধা ও যোগ‌্যতার ভি‌ত্তি‌তে মাত্র ১২০ টাকায় রাজবাড়ীতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩১ জন তরুণ-তরুণী‌কে চূড়ান্তভা‌বে নির্বা‌চিত করা হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে ৮ নারী ও ২৩ জন পুরুষ সদস্য রয়েছেন। এছাড়া ৫ জন‌কে রাখা হ‌য়ে‌ছে অপেক্ষমান তা‌লিকায়।

রোববার (২৪ নভেম্বর) রাত সোয়া ৯টায় রাজবাড়ী পু‌লিশ লাইনস ড্রিল শে‌ডে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তা‌লিকা প্রকাশ এবং ফুল দি‌য়ে তা‌দের অভিনন্দন জানান রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) মোছা. শামিমা পার‌ভীন।

এ সময় খুশি‌তে আবেগাপ্লুত হ‌য়ে প‌ড়েন নির্বা‌চিত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। আবেদন ফি ১২০ টাকা ছাড়া আর কোনো টাকা না লাগায় পুলিশ সুপা‌রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ন তারা।

জানা গে‌ছে, রাজবাড়ী‌তে ৩১‌টি শূন‌্য প‌দের বিপরী‌তে অনলাইনে ১২০ টাকায় ২ হাজার ৩৩ জন তরুণ-তরুণী পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আবেদন ক‌রেন এবং যাচাই বাছাই শে‌ষে ৩৫৪ জন প্রার্থী লি‌খিত পরীক্ষায় অংশ নেন। এরম‌ধ্যে থে‌কে ১০৭ জন পরীক্ষার্থী কৃতকার্য হন। পরবর্তী‌তে মৌ‌খিক পরীক্ষা শে‌ষে প্রাথ‌মিকভা‌বে ৩১ জনকে চূড়ান্ত ও ৫ জন‌কে অপেক্ষমান তা‌লিকায় রাখা হ‌য়ে‌ছে। নির্বাচিতদের মধ্যে এতিম, সিকিউরিটি গার্ড, ভি‌ক্ষুক, চা‌য়ের দোকানী, শ্রমিকের কাজ করে জী‌বিকা নির্বাহ করা প‌রিবা‌রের সন্তানরা র‌য়ে‌ছেন।

পরীক্ষায় নির্বা‌চিত মাছুমা আক্তার বৈশাখী ব‌লেন, আমার বাবা একজন রিকশাচালক। টিউশ‌নি ক‌রে আমি আমার পড়াশুনা চা‌লি‌য়ে‌ছি এবং খুব কষ্ট করে বড় হ‌য়ে‌ছি। পুলি‌শের চাক‌রির বিজ্ঞ‌প্তি দে‌খে আমি ১২০ টাকা দি‌য়ে আবেদন ক‌রি, আজ চাক‌রি পে‌য়ে‌ছি। খুব ভালো লাগ‌ছে।

ভ‌্যানচালক মিরাজ শেখ ব‌লেন, ভ‌্যান চালিয়ে মে‌য়ে‌কে মানুষ ক‌রে পু‌লি‌শে চাক‌রি দি‌তে পার‌ছি। খুব খু‌শি হ‌য়ে‌ছি। একটা টাকাও লা‌গে নাই।

র‌হিম বিশ্বাস ব‌লেন, আমার বাবা একজন দিনমজুর। যখন যে কাজ পান সেই কাজ ক‌রেন। আমি নানা বা‌ড়িতে থেকে বড় হ‌য়েছি। আজ মেধা ও‌ যোগ‌্যতার ভি‌ত্তি‌তে ১২০ টাকায় আমার চাক‌রি হ‌য়ে‌ছে। আমি মেধা তা‌লিকায় প্রথম হ‌য়েছি। এই চাক‌রি পে‌য়ে আমার যেমন আনন্দ লাগ‌ছে, তে‌মনি আমি উপকৃত হ‌য়েছি। ধন‌্যবাদ পু‌লিশ সুপার‌কে।

রাজবাড়ী পুলিশ সুপার (এসপি) মোছা. শামিমা পার‌ভীন ব‌লেন, রাজবাড়ী‌তে পরীক্ষায় যারা অংশগ্রহণ ক‌রে‌ছে তা‌দের ম‌ধ্যে থেকে ৩১ জন‌কে চূড়ান্তভা‌বে নির্বা‌চিত করা হ‌য়ে‌ছে। মাত্র ১২০ টাকায় অনলাইনে আবেদ‌নের মাধ‌্যমে পুলিশ বা‌হিনীর সদস‌্য হওয়ার সু‌যোগ লাভ ক‌রে‌ছে। নির্বা‌চিতদের ম‌ধ্যে বি‌ভিন্ন পেশার মানু‌ষের সন্তান র‌য়ে‌ছে। যারা আজ মেধা ও সম্পূর্ণ যোগ‌্যতা ভি‌ত্তি‌তে এই পর্যন্ত এসে‌ছে। এখন নিশ্চয় তা‌দের সন্তানরা তা‌দের ভালো রাখ‌বে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ছাগলকাণ্ডের সেই মতিউরের বিদেশে যাবার আবদার

ছাগলকাণ্ডে ভাইরাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান বিদেশ যাওয়ার জন্য হাইকোর্টে রিট করেছেন। তার আইনজীবী সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি করেন

তেজগাঁওয়ে বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষে ১০জন আহত

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনা নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন

রিকশাচালক বেশে আন্দোলনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

গত কয়েকদিন থেকে রাজধানীর বিভিন্ন সড়কে রিকশাচালকরা হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবি আদায়ে অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করছেন । তবে এই আন্দোলনকে ভিন্নখাতে

সমন্বয়ক দাবি করে চাঁদাবাজি করায় জাসদ ছাত্রলীগ নেতাকে গণধোলাই

শিক্ষার্থীরা সমন্বয়ক দাবি করে চাঁদাবাজিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে জাসদ ছাত্রলীগ নেতা সোহেল রাজকে গণধোলাই দিয়েছেন ।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী নগরীর কালেক্টরেট মাঠ এলাকায়

Scroll to Top